সাবরিনা-আরিফের প্রতারণা মামলার শুনানি শুরু
অনলাইন ডেস্ক
ভুয়া কোভিড পরীক্ষাসহ জেকেজি হেলথ কেয়ারের প্রতারণার মামলায় অভিযোগ গঠনের শুনানিতে অংশ নিতে আদালতে আনা হয়েছে ডা. সাবরিনা চৌধুরী ও আরিফুল ইসলাম চৌধুরীকে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে একসঙ্গেই আদালতে আনা হয় এ দম্পতিকে। মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারীর আদালতে শুনানি শুরু হয়েছে।
গত ১৩ আগস্ট শুনানির কথা থাকলেও, আসামিপক্ষ মামলার নথি না পাওয়ার কথা জানিয়ে সময় চাইলে, আজকের দিন ধার্য করা হয়। এর আগে গত ৫ আগস্ট আদালতে চার্জশিট দেয় গোয়েন্দা পুলিশ।
ভুয়া কোভিড রিপোর্ট দেয়ার অভিযোগে গত ১৫ জুন তেজগাঁও থানায় কামাল হোসেন নামে এক ভুক্তভোগী মামলাটি দায়ের করেন। পুলিশ এ ঘটনায় প্রথমে আরিফ ও পরে সাবরিনাকে গ্রেফতার করে।
গোয়েন্দা পুলিশের কাছে জিজ্ঞাসাবাদে সাবরিনা-আরিফ দুজনেই করোনা পরীক্ষার নামে হাজারো মানুষের সাথে প্রতারণার কথা স্বীকার করেন।