ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
আপডেট : ২২ জুলাই, ২০২০ ০০:৩২

করো’নাকালেও থেমে নেই অশ্লিলতা, যৌ’নকর্মীসহ আ’ট’ক ৫

অনলাইন ডেস্ক
করো’নাকালেও থেমে নেই অশ্লিলতা, যৌ’নকর্মীসহ আ’ট’ক ৫

করো’না মহামা’রির মধ্যেও বরিশালের আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যক্রমের দায়ে ৫ জনকে আ’ট’ক করেছে পু’লিশ। এদের মধ্যে যৌ’নকর্মী ও খদ্দের রয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) দুপু‍রে নগরীর লঞ্চঘাটের হোটেল সি প্যালেস ও হোটেল স্বাগতম থেকে তাদের আ’ট’ক করা হয়।

জানা গেছে, নগরীর লঞ্চঘাটে হোটেল সি প্যালেস ও হোটেল স্বাগতমে অ’ভিযান চালায় সেখান থেকে পতিতা ও খদ্দেরসহ ৩ জন,স্বামী-স্ত্রী’ পরিচয়দানকারী ২জনসহ মোট ৫ জনকে আ’ট’ক করে মহানগর ডিবি পু’লিশের একটি টিম।

ডিবি পু’লিশ সূত্রে জানা গেছে, নগরীর আবাসিক হোটেলগুলোতে এখন চলছে তাদের অ’ভিযান। তবে এ রির্পোট লেখা পর্যন্ত বিস্তারিত তথ্য জানা যায়নি।

উল্লেখ্য, বিশ্বজুড়ে করো’না আতঙ্কের মধ্যেও থেমে নেই বরিশাল শহরের আবাসিক হোটেলগুলোর দেহ ব্যবসা ও মা’দক বাণিজ্য। সারা দেশে প্রশাসন ব্যাস্ত সময় পার করছে মহামা’রী করো’না ভাই’রাস সতর্ক নিয়ে। ঠিক সেই সুযোগে নীরবে অসামাজিক কাজ চালিয়ে আসছে কিছু অসাধু লোক

 

 

উপরে