কে এই ডা. সাবরিনা
করোনা মহামারতিে মানুষরে জীবন নয়িে নর্মিম প্রতারণায় উঠে এসছেে সাবরনিা চৌধুরী নামে এক চকিৎিসক ও তার প্রতারক স্বামীর নাম। জকেজেি নামে একটি প্রতষ্ঠিানরে ব্যাপারে বশিদ তদন্ত করতে গয়িইে উঠে আসে তাদরে নাম। জকেজেরি ব্যাপারে তদন্ত করে পাওয়া তথ্য অনুযায়ী, ঢাকাসহ দশেরে বভিন্নি জায়গা থকেে নমুনা সংগ্রহ করে কোনো পরীক্ষা না করইে প্রতষ্ঠিানটি ১৫ হাজার ৪৬০ জনকে করোনার টস্টেরে ভুয়া রপর্িোট সরবরাহ করছে।ে একটি ল্যাপটপ থকেে গুলশানে তাদরে অফসিরে ১৫ তলার ফ্লোর থকেে এই মনগড়া করোনা পরীক্ষার প্রতবিদেন তরৈি করে হাজার হাজার মানুষরে মইেলে পাঠায় তারা।
প্রতষ্ঠিানটরি র্কাযালয় থকেে জব্দ ল্যাপটপ পরীক্ষা-নরিীক্ষার পর করোনা টস্টে জালয়িাতরি এমন চমকপ্রদ তথ্য মলিছে।ে এতে দখো গছে,ে টস্টেরে জন্য জনপ্রতি নওেয়া হয় র্সবনম্নি পাঁচ হাজার টাকা। বদিশেি নাগরকিদরে কাছে জনপ্রতি একশ’ ডলার। এ হসিাবে করোনার টস্টে বাণজ্যি করে জকেজেি হাতয়িে নয়িছেে সাত কোটি ৭০ লাখ টাকা।
সূত্র জানায়, জকেজেরি চয়োরম্যান ডা. সাবরনিা চৌধুরী জাতীয় হৃদরোগ ইনস্টটিউিটরে চকিৎিসক। তার স্বামীর নাম আরফি চৌধুরী। এই দম্পতরি জীবনও রূপকথার মতো। আরফিরে চর্তুথ স্ত্রী সাবরনিা। আরফিরে এক স্ত্রী থাকনে রাশয়িায়, অন্য একজন লন্ডন।ে আর আরকেজনরে সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে গছে।ে তবে ছাড়াছাড়রি পরও সাবকে ওই স্ত্রী বভিন্নি জায়গায় আরফিরে জন্য দনেদরবার করে যাচ্ছনে।
তদন্ত সংশ্লষ্টিরা বলছনে, মূলত সাবরনিার হাত ধরইে করোনার স্যাম্পল কালকেশনরে কাজটি ভাগয়িে নয়ে অনকেটা অখ্যাত জকেজেি নামে এই প্রতষ্ঠিান। প্রথমে ততিুমীর কলজেে মাঠে স্যাম্পল কালকেশন বুথ স্থাপনরে অনুমতি মলিলওে প্রভাব খাটয়িে ঢাকার অন্য এলাকা আর অনকে জলো থকেওে নমুনা সংগ্রহ করছলিনে তারা। স্বামী-স্ত্রী মলিে করোনা টস্টে করলওে তাদরে দাম্পত্য জীবন সুখরে নয়। স্ত্রীর সঙ্গে অশালীন অবস্থায় দখেতে পয়েে সোহরাওর্য়াদী হাসপাতালরে এক চকিৎিসককে মারধর করনে আরফি চৌধুরী। পরে এ ঘটনায় স্বামীর বরিুদ্ধে শরেবোংলা নগর থানায় জডিি করনে ডা. সাবরনিা। এ ছাড়া জকেজেরি এক র্কমীকে অশালীন প্রস্তাব দওেয়ার ঘটনায় গুলশান থানার আরফি চৌধুরীর বরিুদ্ধে মামলা রয়ছে।ে বএিমএর নতোর পরচিয় ভাঙয়িে চলাফরো করনে সাবরনিা।
গত ২৪ জুন জকেজেরি গুলশান র্কাযালয়ে অভযিান চালয়িে আরফিসহ ছয়জনকে গ্রপ্তোর করা হয়। তাদরে দুই দনিরে রমিান্ডে নওেয়া হয়। দু’জন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দনে। জকেজেরি র্কাযালয় থকেে ল্যাপটপসহ বশে কছিু গুরুত্বর্পূণ নথি জব্দ করে পুলশি। এ ঘটনায় তজেগাঁও থানায় মোট চারটি মামলা দায়রে করা হয়। সন্দহেভাজন করোনা রোগীদরে নমুনা সংগ্রহরে জন্য স্বাস্থ্য অধদিপ্তররে সঙ্গে চুক্তি ছলি জকেজেরি। পরে ওই চুক্তি বাতলি করা হয়।