ঢাকা, বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
আপডেট : ১০ জুলাই, ২০২০ ১৭:১৪
সূত্র :

সাহেদের সহযোগী তারেক রিমান্ডে

অনলাইন ডেস্ক
সাহেদের সহযোগী তারেক রিমান্ডে

রাজধানীর রজিন্টে হাসপাতালে করোনার নমুনা পরীক্ষা ও চকিৎিসায় অনয়িম ও প্রতারণার ঘটনায় চয়োরম্যান মো. সাহদেরে অন্যতম সহযোগী তরকিুল ইসলাম ওরফে তারকে শবিলীর পাঁচদনিরে রমিান্ড মঞ্জুর করছেনে আদালত।

শুক্রবার ঢাকার মট্রেোপলটিন ম্যাজস্ট্রিটে তার রমিান্ড মঞ্জুর করনে। এর আগে বৃহস্পতবিার রাজধানীর নাখালপাড়া এলাকায় অভযিান চালয়িে তাকে গ্রফেতার করে র‌্যাপডি অ্যাকশন ব্যাটালয়িন (র‌্যাব)।

শুক্রবার তাকে আদালতে হাজরি করে ৭ দনিরে রমিান্ড চয়েছেলিনে মামলার তদন্ত র্কমর্কতা উত্তরা পশ্চমি থানার পরর্দিশক আলমগীর গাজী। শুনানি শষেে বচিারক ৫দনিরে রমিান্ড মঞ্জুর করনে। এর আগে গত বুধবার রজিন্টে হাসপাতালরে এডমনি, টকেনোলজস্টিসহ সাতজনরে বরিুদ্ধে পাঁচদনিরে রমিান্ড মঞ্জুর করনে আদালত।

ওই সাতজন হলনে- রজিন্টে হাসপাতালরে এডমনি আহসান হাবীব, এক্স-রে টকেনশেয়িান আহসান হাবীব হাসান, মডেক্যিাল টকেনোলজস্টি হাতমি আলী, হডে অফসিরে এডমনি রাকবিুল ইসলাম, এইচ আর এডমনি অমতি বণকি, ড্রাইভার আব্দুস সালাম এবং এক্সকিউিটভি অফসিার আব্দুর রশদি খান। অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় রসিপিশনস্টি কামরুল ইসলামকে কশিোর উন্নয়ন কন্দ্রেে পাঠানো হয়।

গত ৬ জুলাই রাতে র‍্যাবরে ভ্রাম্যমাণ আদালত ওই হাসপাতালে অভযিান পরচিালনা কর।ে পরে করোনা পরীক্ষা না করইে র্সাটফিকিটে দওেয়াসহ বভিন্নি অভযিোগে রজিন্টে হাসপাতালরে বরিুদ্ধে উত্তরা পশ্চমি থানায় মামলা করে সংস্থাট।ি

মামলায় রজিন্টে গ্রুপরে চয়োরম্যান মো. সাহদেকে প্রধান আসামি করে ১৭ জনরে নাম উল্লখে করা হয়। এ পরপ্রিক্ষেতিে সাহদে, ব্যবস্থাপনা পরচিালক মাসুদ পারভজেসহ পলাতক রয়ছেনে আর আটজন।

গত ৭ জুলাই বকিালে উত্তরায় রজিন্টেরে প্রধান র্কাযালয় সলিগালা করে দয়ে র‌্যাব। ওইদনি সন্ধ্যায় স্বাস্থ্য অধদিফতররে এক বজ্ঞিপ্ততিে হাসপাতালরে উত্তরা ও মরিপুর শাখার র্কাযক্রম বন্ধরে নর্দিশেরে কথা বলা হয়।

উপরে