ঢাকা, বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
আপডেট : ৯ জুলাই, ২০২০ ২০:৩৯

ধামরাইয়ে স্বর্ণসহ ৫ চোরাকারবারি আটক

অনলাইন ডেস্ক
ধামরাইয়ে স্বর্ণসহ ৫ চোরাকারবারি আটক

ঢাকার ধামরাইয়ে চোরাচালানকালে প্রায় তনিশ গ্রাম র্স্বণসহ ৫ চোরাকারবারকিে আটক করছেে ধামরাই থানা পুলশি। বৃহস্পতবিার ১২ টার সময় আটককৃতদরেকে আদালতে প্ররেণ করা হয়ছে।ে এর আগে বুধবার রাতে উপজলোর বাইশাকান্দা ইউনয়িনরে পটল গ্রাম এলাকায় একটি বাড়ি থকেে তাদরেকে আটক করা হয়।

আটককৃতরা হলনে, মুন্সগিঞ্জ জলোর দক্ষণি ইসলামপুর এলাকার আব্দুল আউয়ালরে ছলেে বছরি (৩৮), নারায়ণগঞ্জ জলোর চর সয়ৈদপুর এলাকার মৃত আলীমরে ছলেে দদিার হোসনে (৩২), ঢাকার ধামরাইয়রে পটল গ্রামরে জয়নাল আবদেীনরে ছলেে রুবলে হোসনে (৩৮),  ধামরাই উপজলোর পটল গ্রামরে আব্দুর রহমিরে ছলেে কামাল হোসনে (৪০), গোপালগঞ্জ জলোর চর মানকিদয়িা গ্রামরে শখে আব্দুল মান্নানরে ছলেে কামরুজ্জামান অপু (৪৭)। তারা র্স্বণ চোরাকারবারীর সদস্য বলে জানা য়ায়।

এব্যাপারে ধামরাই থানার ওসি অপারশেন মোঃ মাসুদুর রহমান মাসুদ জানায়, গোপন সংবাদরে ভত্তিতিে জানতে পারি পটল গ্রামে কামাল হোসনেরে বাড়তিে র্স্বণ চোরাকারবাররিা র্স্বণ বচোকনো করতছেে তখন সঙ্গীয় র্ফোস নয়িে অভযিান চালয়িে তাকে আটক করা হয়। পরে তাদরে দয়ো তথ্যরে ভত্তিতিে একই এলাকা থকেে বাকদিরে আটক করা হয়। এসময় তাদরে কাছ থকেে ১২টি র্স্বণরে চইেন, ২টি র্স্বণরে বার, ১টি র্স্বণরে ব্রসেলটে, ২টি র্স্বণরে আংট,ি রডেমি নোট-৮ মডলেরে ১টি মোবাইল ফোন, এক্স সলিভার কালার প্রাইভটেকার আটক করা হয়। যার বাজার মূল্য প্রায় ১৭ লাখ টাকা বলে জানান।

তনিি আরও জানান আটককৃতরা র্দীঘদনি বদিশে হতে রাজস্ব ফাঁকি দয়িে ধামরাই সহ আশপাশরে এলাকায় র্স্বণ চোরাকারবারি ব্যবসা করে আসছ।ে

এ বষিয়ে ধামরাই থানার অফসিার ইনর্চাজ (ওস)ি দীপক চন্দ্র সাহা বলনে, রাতে অভযিান চালয়িে ৫ র্স্বণ চোরাকারবারদিরে আটক করা হয়। পরে তাদরে বরিুদ্ধে মামলা দায়রে করে আদালতে পাঠানো হয়ছে।েমামলা নং-০৯।

উপরে