ঢাকা, বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
আপডেট : ৯ জুলাই, ২০২০ ১১:৫২

ফেসবুকে পেজ খুলে মাদক বিক্রি, গ্রেপ্তার ৩

অনলাইন ডেস্ক
ফেসবুকে পেজ খুলে মাদক বিক্রি, গ্রেপ্তার ৩

ফেসবুকে পেজ খুলে মাদকদ্রব্য ও নিষিদ্ধ যৌন উপকরণ বিক্রির অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। এ সময় তাদের কাছ থেকে দেড় লাখের বেশি টাকা, ইয়াবা, যৌন উত্তেজক জেলসহ ব্যবহার নিষিদ্ধ অ্যাডাল্ট মামামাল উদ্ধার করা হয়।

গতকাল সোমবার বিকেলে গুলশান-২ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. হেলালউদ্দিন (৪৯), মো. আলতাফ মৃধা (২৩) ও মো. ফাহিম (২২)।

এটিইউ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গ্রেপ্তার ফাহমি ফেসবুকে ‘অনলাইন সার্ভিস’ নামে একটি পেজ খুলে মাদকদ্রব্য ও ব্যবহার নিষিদ্ধ যৌন উপকরণ বিজ্ঞাপন দিয়ে বিক্রি করতেন। তিনি এই পণ্যগুলো হেলাল উদ্দিন ও আলতাফের কাছ থেকে কিনতেন।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে নগদ ১ লাখ ৬২ হাজার ৫০০ টাকা, দুটি মুঠোফোন, ৫ হাজার ৪০টি ইয়াবা, প্রায় ৫ কেজি বিভিন্ন ধরনের নিষিদ্ধ যৌন উত্তেজক জেল এবং ১৬ ধরনের ব্যবহার নিষিদ্ধ অ্যাডাল্ট মালামাল উদ্ধার করা হয়।

এই তিনজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ও বিশেষ ক্ষমতা আইনে গুলশান থানায় দুটি মামলা হয়েছে বলেও জানায় এটিইউ।

সূত্র : আমাদের সময়

 

উপরে