পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক
ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।
রোববার (২২ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেন বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের এজিএম সালাম হোসেন।
এসময় তিনি বলেন, শুক্রবার মধ্যরাত থেকে নদী এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। ভোরে ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ে। এজন্য নৌরুটে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া ঘাট এলাকা থেকে দৌলতদিয়া ঘাটের উদ্দেশ্যে আর ফেরি ছাড়া হচ্ছে না। নদী এলাকায় কুয়াশার প্রকোপ কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে জানান তিনি।