ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
আপডেট : ২১ ডিসেম্বর, ২০২৪ ১১:১৩

টঙ্গীতে তুরাগ নদীর বেইলি ব্রিজ ভেঙে ট্রাক নদীতে

নিজস্ব প্রতিবেদক
টঙ্গীতে তুরাগ নদীর বেইলি ব্রিজ ভেঙে ট্রাক নদীতে

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তুরাগ নদীতে নির্মিত টঙ্গী-আব্দুল্লাহপুর বেইলি ব্রিজের একাংশ ভেঙে পড়েছে। শনিবার রাত ৩টার দিকে এই ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর তুরাগ নদীর উপর নির্মিত টঙ্গী-আব্দুল্লাহপুর বেইলি ব্রিজের ওয়ান ওয়ে শনিবার ভোরে হঠাৎ ভেঙে পড়ে।

এ সময় ব্রিজের উপর থাকা আবুল খায়ের গ্রুপের একটি কাভার্ড ভ্যান নিচে পড়ে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার ইব্রাহিম খান জানান, ‘শনিবার সকালে তুরাগ নদীতে ট্রাক পড়ে যাওয়ার তথ্য পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাটি সড়ক ও জনপথকে জানানো হয়েছে। তারা এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন।’

উপরে