ঢাকা, বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০২৪ ১২:১৫

বিয়ের অনুষ্ঠানে ব্যস্ত মা, বাচ্চার সাথে যা ঘটল

নিজস্ব প্রতিবেদক
বিয়ের অনুষ্ঠানে ব্যস্ত মা, বাচ্চার সাথে যা ঘটল

নারায়ণগঞ্জ সদরের পুকুরপাড় এলাকায় একটি অটোরিকশার ধাক্কায় চার বছরের শিশু মো. সাখাওয়াতের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে ওই এলাকার আল আমিন মিয়ার ছেলে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে সাতটার দিকে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশুর মা শিলা জানান, তাদের বাসার ছাদে একটি বিয়ের অনুষ্ঠান চলছিল, যেখানে পরিবারের সবাই ব্যস্ত ছিলেন। এ সময় শিশুটি অগোচরে একা নেমে রাস্তায় চলে যায়। দ্রুতগতির একটি অটোরিকশা তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। আহত শিশুকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে ঢামেক হাসপাতালে নেওয়া হলেও তার জীবন রক্ষা করা যায়নি।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, শিশুটির মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

উপরে