ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
আপডেট : ২৭ নভেম্বর, ২০২৪ ১৪:০৮

ইস্কন সদস্যদের হামলায় নিহত আলিফের পরিবারে চলছে শোকের মাতম

নিজস্ব প্রতিবেদক
ইস্কন সদস্যদের হামলায় নিহত আলিফের পরিবারে চলছে শোকের মাতম

অন্যান্য দিনের মতোই গিয়েছিলেন চট্টগ্রাম আদালতে, কিন্তু এভাবে তার নিথর দেহ ফিরবে, ভাবেননি স্বজনরা। অনেক স্বপ্ন নিয়ে আইন পেশায় এসেছিলেন সাইফুল ইসলাম আলিফ।

মাত্র ৩২ বছর বয়সেই সব শেষ। স্ত্রীও সন্তানসম্ভবা, দেখে যেতে পারেননি অনাগত সন্তানের মুখ। তার এমন নির্মম মৃত্যু, মেনে নিতে পারছে না পরিবার ও স্বজনরা।

চট্টগ্রামে পুলিশের সাথে সংঘর্ষের সময় সনাতনীদের হামলায় নিহত আলিফ, আইনজীবী হিসেবে পার করেছেন ৫ বছর। ৩ বছর বয়সী কন্যা সন্তান আছে তার, স্ত্রী সন্তান সম্ভবা। পুরো পরিবারে চলছে শোকের মাতম।

নিহত আলিফের বড় বোন জান্নাত আরা বেগম বলেছেন, ‘আমাদের সবার প্রিয় ছিলো আলিফ। ছোটবেলা থেকে সবার জন্য ভালো করাই ওর অভ্যাস ছিলো।’

আদরের ছোট ছেলে আলিফের মৃত্যুর খবর পেয়ে গ্রাম থেকে হাসপাতালে ছুটে আসেন হতভাগ্য বাবা। তার বুকফাটা আর্তনাদ অশ্রুসিক্ত করে সবাইকে।

উপরে