ঢাকা, মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
আপডেট : ১২ অক্টোবর, ২০২৪ ১০:৪৭

পূজামণ্ডপে গান' পরিবেশনের জন্য চট্টগ্রাম কালচারাল একাডেমিকে আমন্ত্রণ জানায় পূজা কমিটি

নিজস্ব প্রতিবেদক
পূজামণ্ডপে গান' পরিবেশনের জন্য চট্টগ্রাম কালচারাল একাডেমিকে আমন্ত্রণ জানায় পূজা কমিটি

পূজামণ্ডপের মঞ্চে 'ইসলামি গান' গাওয়ার ভিডিও ঘিরে বৃহস্পতিবার বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা-সমালোচনার মধ্যে পূজা কমিটির নেতাকে বহিষ্কার করেছে চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদ।

সংগঠনটির সভাপতি আশীষ ভট্টাচার্য্য ও সাধারণ সম্পাদক হিল্লোল সেন স্বাক্ষরিত এক চিঠিতে তাকে বহিষ্কার করা হয়। পূজামণ্ডপে গান' পরিবেশনের জন্য চট্টগ্রাম কালচারাল একাডেমিকে আমন্ত্রণ জানানোর কারণে পূজা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সজল দত্তকে বহিস্কার করা হয়।

বিবৃতিতে আরো বলা হয়েছে, মহানগর পূজা পরিষদ কর্তৃক আয়োজিত সংষ্কৃতিক মঞ্চে ‘চট্টগ্রাম কালচারাল একাডেমি’ নামক একটি সংগঠনকে গান করার সুযোগ প্রদান করেন, পূজা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সজল দত্ত। পরে, সংগঠনের ছয় জন যুবক মঞ্চে উঠে বাদ্যযন্ত্রণ ছাড়া ইসলামী গান পরিবেশন করে।

ঘটনার পর সংগীত পরিবেশন করা ৬ সদস্যের মধ্যে ২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। পরে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, ‘পূজা উদযাপন কমিটির এক নেতার আমন্ত্রণে সেখানে সংগীত পরিবেশন করেছিল তারা।

উপরে