প্রথম ম্যাচের পর সুখবর পেলেন সাকিব-নাঈম
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ ২৩ রানে জিতেছে বাংলাদেশ। যেখানে ব্যাটে-বলে দলের জয়ে অবদান রেখেছেন সাকিব আল হাসান।
অলরাউন্ডার পারফরম্যান্সে ম্যাচ শেষেই পেলেন সুখবর। আইসিসির টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তার। তিন ধাপ এগিয়ে ৫৫৫ রেটিং পয়েন্ট নিয়ে ১৮তম স্থানে অবস্থান চলে এসেছেন সাকিব। উন্নতি হয়েছে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়েও।
৬ ধাপ এগিয়ে ৫৬ নম্বরে অভিজ্ঞ এই ক্রিকেটার। এদিকে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছেন সাকিব। ২৯ বলে ৩০ রান করার সুবাদে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়েছেন মোহাম্মদ নাইম।
ম্যাচ হারলেও ৪৫ রানের দারুণ এক ইনিংস খেলেছিলেন মিচেল মার্শ। তাতে ১৩ ধাপ এগিয়ে ২৫তম স্থানে জায়গা করে নিয়েছিলেন এই অজি অলরাউন্ডার। টি-টোয়েন্টির র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান।
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে হাফ সেঞ্চুরি করে দলকে জেতাতে না পারলেও ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ১৫ ধাপ এগিয়েছেন। বর্তমানে তার অবস্থান ৪৮ নম্বরে।