ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
আপডেট : ২৯ জুলাই, ২০২১ ১৫:২৭

ঝিনাইদহে কঠোর লকডাউন উপেক্ষা করে বাইরে বের হচ্ছে মানুষ

অনলাইন ডেস্ক
ঝিনাইদহে কঠোর লকডাউন উপেক্ষা করে বাইরে বের হচ্ছে মানুষ

সারা দেশের ন্যায় ঝিনাইদহে চলমান কঠোর লকডাউনে মানা হচ্ছে না কোন নির্দেশনা। আইন অমান্য করে বিনা কারণে নানা অজুহাতে বের হচ্ছে মানুষ। সড়কেও বেড়েছে ছোট ছোট যানচলাচল ও লোকসমাগম।

বৃহস্পতিবার সকাল থেকেই শহরের বিভিন্ন সড়ক ও গলিতে অন্যান্য দিনের তুলনায় বেড়েছে মানুষের উপস্থিতি। পাশাপাশি খোলা হচ্চে দোকানপাট ব্যবসায় প্রতিষ্ঠান। নিদের্শনা অমান্য করে করা হচ্ছে চলাচল। এদিকে হাট ও বাজারগুলোতে গাদা-গাদি করে কেনা-বেচা করছেন ক্রেতা-বিক্রেতারা। অনেকেই পরছেন না মাস্ক। 

এ ব্যাপারে ঝিনাইদহের জেলা প্রশাসক মজিবর রহমান বলেন, কঠোর লকডাউন কার্যকরে জেলা ও উপজেলায় ১১ টি ভ্রাম্যমাণ আদালত নিয়মিত টহল দিচ্ছে। তারা আটকসহ জেল ও জরিমানা পর্যন্ত করছেন। পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মাইকিং করে সচেতনতামূলক প্রচার প্রচারণা চালানো হচ্ছে। এ ব্যাপারে পুলিশ সুপার মুনতাছিরুল ইসলাম জানান, পুলিশ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে এবং আমি নিজেই প্রতিদিন মাঠে নেমে জেলা ও উপজেলা শহরে আসা মানুষকে সচেতন করার চেষ্টা করে যাচ্ছি। তবে মানুষ যদি সচেতন না হয় তাহলে করোনার সংক্রমণ রোধ করা সম্ভব হবে না।

উপরে