ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
আপডেট : ২৮ জুলাই, ২০২১ ১৫:৪৬

ফরিদপুরে ২৪ ঘন্টায় ১৭ জনের প্রাণহানি, শনাক্ত ১৬১

অনলাইন ডেস্ক
ফরিদপুরে ২৪ ঘন্টায় ১৭ জনের প্রাণহানি, শনাক্ত ১৬১

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনায় মারা গেছে আরো ১৭ জন। এদের মধ্যে ৭ জন করোনায় বাকী ১০ জন উপসর্গ নিয়ে মারা গেছে। নতুন করে শনাক্ত হয়েছে ১৬১ জন। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা হলো ৩৬৯ জন। মৃতের হার ২.১৩ ভাগ।

মৃতদের মধ্যে ৮ জন ফরিদপুর, ৬ জন রাজবাড়ী, ২ জন মাদারীপুর ও ১ জন মাগুড়া জেলার বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

ফরিদপুর সিভিি সার্জন সিদ্দিকুর রহমাান জানান, এ পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছে ১৭ হাজার ২৬৩ জন। আক্রান্তের হার ২৪.৬৬ ভাগ। সুস্থ্য হয়েছে ১৩ হাজার ৪১৭ জন। সুস্থ্যের হার ৭৭.৭২ ভাগ। গত ২৪ ঘন্টায় আক্রান্তের হার ৩৮.৯৭ ভাগ। হাসপাতালে ভর্তি ২৮৩ জন। মোট হোম আইসোলেশসে আছে ৩১৭০ জন।

উপরে