ঢাকা, শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
আপডেট : ২৮ জুলাই, ২০২১ ১১:৫৬

বিমানবন্দরে ইয়াবাসহ সৌদি যাত্রী আটক

অনলাইন ডেস্ক
বিমানবন্দরে ইয়াবাসহ সৌদি যাত্রী আটক

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আজ বুধবার সকালে ইয়াবাসহ তাকে আটক করা হয়।

বিমানবন্দর এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউল হক এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক যাত্রী সৌদি আরবে যাচ্ছিলেন। সন্দেহভাজন হিসেবে তাকে তল্লাশি করা হলে তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা পাওয়া যায়। এসব ইয়াবা তিনি সৌদি আরবে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

এ বিষয়ে আজ বুধবার বেলা ১১টার পরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

উপরে