ঢাকা, শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২১ ১০:১৭

ভাঙ্গায় দুর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

অনলাইন ডেস্ক
ভাঙ্গায় দুর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের চেয়ারম্যান মোতালেব মাতুব্বরকে দুর্নীতির অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আবু জাফর সাক্ষরিত এ প্রজ্ঞাপনে এ বরখাস্তের কথা জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোতালেব মাতুব্বরের বিরুদ্ধে পরস্পরের যোগসাজসে সরকারী বিভিন্ন প্রকল্পের ৬ লাখ ৭৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া যায়। এ বিষয়ে স্থানীয় ভাবে তদন্তে তা প্রমানিত হয়। ফলে জেলা প্রশাসক ফরিদপুর বর্নিত ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন-২০০ অনুযায়ী ব্যবস্থা গ্রহনের সুপারিশ করেছেন। মোতালেব মাতুব্বর কতৃক সংগঠিত অপরাধমূলক কার্যক্রম পরিষদসহ জনস্বার্থের পরিপন্থি বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন-২০০৯ এর ধারা ৩৪(১) অনুযায়ী উল্লেখিত ইউপি চেয়ারম্যানকে তার স্বীয় পদ হতে সাময়িক বরখাস্ত করা হলো। এ আদেশ যথাযথ কতৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারী করা হলো এবং তা অবিলম্বে কার্যকর করা হবে।

উপরে