ঢাকা, শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
আপডেট : ১০ জানুয়ারী, ২০২১ ১৮:১৩

বরগুনায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন

অনলাইন ডেস্ক
বরগুনায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন

জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে 'বঙ্গবন্ধু নৌকা জাদুঘর' সর্বসাধারণের জন্য আজ থেকে উন্মুক্ত করে দেয়া হয়েছে। আজ বিকাল ৩টায় জাদুঘরে প্রবেশ ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করার পরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান। 

বক্তব্যে রাখেন পুলিশ সুপার মো. জাহাঙ্গীর মল্লিক, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর কবির, মুক্তিযোদ্ধা আ. রশিদ, সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ মতিয়ার রহমান প্রমুখ।  

জাদুঘরের পরিকল্পনাকারী সদ্য বিদায়ী(বর্তমানে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক) মোস্তাইন বিল্লাহ। নৌকার আদলে গড়ে তোলা বঙ্গবন্ধু নৌকা জাদুঘরে দেশি-বিদেশি একশ নৌকা স্থান পেয়েছে। এখানে রয়েছে নৌকা নিয়ে গবেষনা করা ছাড়াও শিশুদের বিনোদন, পাঠকদের জন্য লাইব্রেরীর ব্যবস্থা।  সপ্তাহে মঙ্গলবার জাদুঘর বন্ধ থাকবে। ৬ দিন খোলা থাকবে দর্শনার্থীদের জন্য। প্রবেশ মূল্য ২০ টাকা। শিক্ষার্থীদের জন্য ১০ টাকা ধার্য করা হয়েছে। প্রতিবন্ধীদের জন্য কোন প্রবেশ মূল্যে নেয়া হবে না।

উপরে