ঢাকা, শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
আপডেট : ৭ জানুয়ারী, ২০২১ ২০:২২

সন্তানসহ অন্যের স্ত্রীকে ‘ভাগিয়ে নিয়ে’ সংসার, পুলিশ সদস্য প্রত্যাহার

অনলাইন ডেস্ক
সন্তানসহ অন্যের স্ত্রীকে ‘ভাগিয়ে নিয়ে’ সংসার, পুলিশ সদস্য প্রত্যাহার

সন্তানসহ অন্যের স্ত্রীকে ভাগিয়ে নিয়ে সংসার করছেন পুলিশ সদস্য আব্দুর রহমান কনক। এ ব্যাপারে ওই নারীর স্বামীর কাছ থেকে অভিযোগ পাওয়ার পর যশোর সদর উপজেলার তালবাড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত এ পুলিশ সদস্যকে প্রত্যাহার (ক্লোজ) করা হয়েছে। ওই নারী রংপুর শহরের তাজহাট এলাকার বিপ্লবের স্ত্রী। 

জানা গেছে, ১২ বছরের সংসার জীবনে এ দম্পতির দু’টি সন্তান রয়েছে। গত ২৫ নভেম্বর ওই নারী তার স্বামীকে ডিভোর্স না দিয়েই পুলিশ সদস্য আব্দুর রহমানের সাথে পালিয়ে যান এবং সেই থেকে যশোরের একটি ভাড়া বাসায় পুলিশ সদস্য আব্দুর রহমানের সাথে বসবাস করছিলেন। এ ব্যাপারে গত ৪ জানুয়ারি ওই নারীর স্বামী বিপ্লব রংপুরের তাজহাট থানায় একটি অভিযোগ করেন। 

বিপ্লবের স্বজনরা জানান, থানা অভিযোগটিকে মামলা হিসেবে গ্রহণ করেনি। তবে বলেন, তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। যশোরের পলিশ সুপার মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, এটি পারিবারিক ঘটনা। এ ব্যাপারে আদালতে মামলা হলে তারা তাদের মতো করে ফেস করবেন। তবে পুলিশ বিভাগের পক্ষ থেকে বুধবার কনস্টেবল আব্দুর রহমান কনককে ক্লোজ করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। 

পুলিশ কনস্টেবল আব্দুর রহমান কনক বলেন, আমি কারও স্ত্রীকে ভাগিয়ে নিয়ে আসিনি। সে স্বেচ্ছায় আমার কাছে চলে এসেছে। শুনেছি তার স্বামীকে ডিভোর্স দিয়েই এসেছে সে। 

তিনি বলেন, মোবাইল ফোনে পরিচয় থেকেই তাদের দু’জনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে।

উপরে