‘বিট পুলিশ অফিসার বিট এলাকায় সামাজিক নেতা’

বিএমপির প্রতিটি এলাকায় বিট পুলিশিং কার্যক্রম আরও শক্তিশালী করার নির্দেশ দিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার মো. শাহাবুদ্দিন খান। তিনি বলেন, বিট পুলিশ অফিসার বিট এলাকায় সামাজিক নেতা। তিনি জনগণকে সাথে নিয়ে আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে যাবতীয় কুকর্মের বিষবাষ্প বন্ধ করবেন। সমাজ থেকে অপরাধ নির্মূলে যে কোন পদ্ধতিতে, প্রয়োজনে পরিচয় গোপন রেখে হলেও পুলিশকে অপরাধ এবং অপরাধী সম্পর্কে তথ্য দেয়ার জন্য জনগনের প্রতি আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর কাউনিয়া থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএমপি কমিশনার মো. শাহাবুদ্দিন খান।
তিনি আরও বলেন, পুলিশ-জনগণ পরষ্পর বন্ধু। বর্তমান পুলিশ নারী, শিশু ও জনবান্ধব পুলিশ। জনগণের দোরগোড়ায় পুলিশের সেবা নিশ্চিত করতে আরও বেশি বেশি তথ্য দেয়ার জন্য সকলের প্রতি আহবান জানান তিনি। নির্ভেজাল আইন প্রয়োগ করে অপরাধ দমনের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার গড়ে তোলার ব্যাপারে আশাবাদী বিএমপি কমিশনার। কাউনিয়া থানার ওসি আজিমুল করিমের সভাপতিত্বে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, উপকমিশনার (উত্তর) মো. খাইরুল আলম, শায়েস্তদাবাদ ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান মুন্না।
এছাড়া অন্যান্যের মধ্যে অতিরিক্ত উপকমিশনার মো. ফজলুল করীম, সহকারী কমিশনার মাসুদ রানা, ট্রাফিক পরিদর্শক বিদ্যুত চন্দ্র দে, কাউনিয়া থানার পরিদর্শক মো. ছগির হোসেনসহ স্থানীয় সুশীল সমাজ নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।