ঢাকা, শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
আপডেট : ৭ জানুয়ারী, ২০২১ ১৯:১৯

চট্টগ্রামে বীর মুক্তিযোদ্ধাদের গায়ে ‘ভালোবাসার চাদর’

অনলাইন ডেস্ক
চট্টগ্রামে বীর মুক্তিযোদ্ধাদের গায়ে ‘ভালোবাসার চাদর’

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের জন্য শীতকালীন উপহার হিসেবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়েছে ‘ভালোবাসার চাদর’। 

আজ বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত হাটহাজারী উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমীন ভালোবাসার নিদর্শন হিসাবে ১৫০ মুক্তিযোদ্ধাদের গায়ে এসব চাদর পরিধান করিয়ে দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মোহাম্মাদ আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নুরুল আলমসহ ১৫০ জন মুক্তিযোদ্ধা।  উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমীন বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মান-শ্রদ্ধা জানানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব। তাই এই শীতকালে ভালোবাসা ও সম্মানের নিদর্শন হিসাবে সবার গায়ে চাদর পরিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানটি ছিল কেবল ভালোবাসা প্রকাশের উপলক্ষ।  

উপরে