উঠান বৈঠক শুরু করলেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী সোমবার নগরীর বেশ কয়েকটি ওয়ার্ডে উঠান বৈঠক করেছেন। এসময় নারী ভোটারদের সঙ্গে তিনি সরাসরি আলোচনায় অংশ নেন।
নারীদের উদ্দেশ্য করে তিনি বলেন, নির্বাচিত হলে প্রতিটি ওয়ার্ডে একটি করে আধুনিক স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ করা হবে। এসব স্বাস্থ্যকেন্দ্রের প্রতিটিতে উন্নতমানের একটি করে গাইনী ওয়ার্ড স্থাপন করা হবে। যেখানে কম খরচে মায়েরা প্রসূতি সেবা লাভ করবেন।
মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী সোমবার বিকাল ৩টায় নগরীর ৫নং মোহরা ওয়ার্ডের চর রাঙামাটি স্কুল সাঠে উঠান বৈঠক করেন। এরপর ৬ নং পূর্বষোলশহর ওয়ার্ডের ওয়াইসিয়া মাদ্রাসা মাঠে স্থানীয় এলাকাবাসীর সঙ্গে বৈঠক করেন। সন্ধ্যায় নিজ বাসভবনে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সঙ্গে মতবিনিময় করেন। এছাড়া তিনি নগরীর দুইটি কমিউনিটি সেন্টারে সামাজিক অনুষ্ঠানেও অংশগ্রহণ করেন। এসব কর্মসূচিতে তিনি আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে নগর উন্নয়নের স্বার্থে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। এসময় তার সঙ্গে ছিলেন, নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালামসহ স্থানীয় আওয়ামী লীগ ও নগর যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে উঠান বৈঠকগুলোতে তিনি স্থানীয় লোকজনের নাগরিক সমস্যার কথা মনোযোগ সহকারে শ্রবণ করেন। নির্বাচিত হলে ধাপে ধাপে তিনি এলাকার রাস্তাঘাট ও ড্রেনেজ সমস্যার সমাধান করবেন বলে আশ্বস্থ করেন। এছাড়া যেসব এলাকায় মাদক ও চাঁদাবাজির দৌরাত্ম্য রয়েছে, প্রশাসনের সহায়তায় দ্রুত তা রোধ করবেন বলেও প্রত্যয় ব্যক্ত করেন।