ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
আপডেট : ২১ ডিসেম্বর, ২০২০ ১৭:৫০

কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধনা

অনলাইন ডেস্ক
কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধনা

কুমিল্লায় মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। 

জেলা পুলিশের উদ্যোগে সোমবার পুলিশ লাইনসের শহীদ আর আই আবদুল হালিম মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করা হয়। 

এতে শহীদ মুক্তিযোদ্ধ পরিবার, মৃত মুক্তিযোদ্ধা ও জীবিত মুক্তিযোদ্ধাসহ মোট মোট ২৩২ জনকে সংবর্ধনা প্রদান করা হয়। কুমিল্লা জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন। 

তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশ সদস্যদের ভূমিকা ছিল অত্যন্ত গৌরবের। প্রতিরোধ যুদ্ধের প্রথমেই তারা তাদের ছোট্ট অস্ত্র দিয়ে বড় অস্ত্রে সুসজ্জিত পাক সেনাদের মুখোমুখি হয়েছিল সাহসিকতার সাথে। ভয়ে পালিয়ে না গিয়ে শত্রুর সাথে যুদ্ধ করেছিলেন। 

অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার ডা. আরিফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কল) তানভীর সালেহীন ইমনসহ কয়েকজন।  

উপরে