ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
আপডেট : ২০ ডিসেম্বর, ২০২০ ২২:৫৬

সিরাজগঞ্জে পাঁচ পৌরসভায় ১৮ জন মেয়র প্রার্থীর মনোনয়নপত্র জমা

অনলাইন ডেস্ক
সিরাজগঞ্জে পাঁচ পৌরসভায় ১৮ জন মেয়র প্রার্থীর মনোনয়নপত্র জমা

মনোনয়নপত্র জমাদানের শেষ দিন রবিবার সিরাজগঞ্জের পাঁচ পৌরসভার মেয়র পদে ১৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। জেলা নির্বাচন অফিসার ও জেলা রিটার্নিং অফিসার আবুল হোসেন এতথ্য নিশ্চিত করেছেন।

সিরাজগঞ্জ সদর পৌরসভায় মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী সাইদুর রহমান বাচ্চু, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সৈয়দ আব্দুর রউফ মুক্তা ও স্বতন্ত্র প্রার্থী টি আর এম নুরে আলম হেলাল।

বেলকুচি পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বেগম আশানুর বিশ্বাস, বিএনপি মনোনীত প্রার্থী হাজী আলতাব হোসেন ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাজ্জাদুল হক রেজা। উল্লাপাড়া পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এসএম নজরুল ইসলাম, বিএনপি মনোনীত প্রার্থী আজাদ রহমান, বিএনপি বিদ্রোহী প্রার্থী বেলাল হোসেন, আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী মীর আরিফুল ইসলাম উজ্জল ও আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী আরিফ বিন হাবিব।

রায়গঞ্জ পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল্লাহ্ আল পাঠান, বিএনপি মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম, জাতীয় পাটি মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন আকন্দ ও স্বতন্ত্র প্রার্থী মোশারফ হোসেন আকন্দ।

এছাড়া কাজিপুর পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল হান্নান তালুকদার, বিএনপি মনোনীত প্রার্থী আল-আমিন ও স্বতন্ত্র প্রার্থী আব্দুস সালাম মনোনয়নপত্র জমা দিয়েছেন।

জেলার ৫টি পৌরসভায় সাধারণ কাউন্সিলর সদস্য পদে ১৬৯ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ১৬ জানুয়ারি পাঁচ পৌরসভায় একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

উপরে