ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
আপডেট : ২০ ডিসেম্বর, ২০২০ ২০:৪০

রমেক হাসপাতাল থেকে আরো ৬ দালাল গ্রেফতার

অনলাইন ডেস্ক
রমেক হাসপাতাল থেকে আরো ৬ দালাল গ্রেফতার

রংপুরে বিভিন্ন জেলা থেকে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের প্রতারিত করে নগদ অর্থ হাতিয়ে নেয়াসহ প্রতারণার অভিযোগে ৬ দালালকে গ্রেফতার করেছে মহানগর ডিবি পুলিশ।

রবিবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতাল থেকে তাদের গ্রেফতার করা হয়। রংপুর মহানগর ডিবি পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠক বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন-রংপুর নগরীর কদমতলা এলাকার মো. রফিক, হাসনা বাজার এলাকার আবুল কাশেম, ধাপ পুলিশ ফাঁড়ি এলাকার ইসমাইল, পান্ডারদিঘি এলাকার খোরশেদ আলম ও তারাগঞ্জ উপজেলার ইকরচালি এলাকার জাহিদুল ইসলাম। পুলিশ জানায়, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন শত শত রোগী চিকিৎসা নিতে আসে। হাসপাতালের কিছু অসাধু কর্মচারীদের পৃষ্ঠপোষকতায় দালাল চক্র রোগী ও স্বজনদের প্রতারিত করে বিভিন্ন ক্লিনিকে নিয়ে গিয়ে চিকিৎসার নামে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। প্রতিদিনই অনেক রোগী সর্বস্ব খুইয়ে সর্বশান্ত হয়ে চিকিৎসা না নিয়ে চলে যাচ্ছে। এছাড়া বিভিন্ন পরীক্ষার নামে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে ক্লিনিকগুলো এবং দালালরা।

এ ব্যাপারে রংপুর মহানগর ডিবি পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠক জানান, এ নিয়ে পাঁচ দফা  অভিযান চালিয়ে ৩২ জন দালালকে গ্রেফতার করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

উপরে