ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
আপডেট : ২০ ডিসেম্বর, ২০২০ ২০:৩৬

'শ্রমজীবী মানুষের জন্য নিরাপদ বাসস্থান গড়ে তোলার বিকল্প নেই'

অনলাইন ডেস্ক
'শ্রমজীবী মানুষের জন্য নিরাপদ বাসস্থান গড়ে তোলার বিকল্প নেই'

চট্টগ্রাম নগরীতে শ্রমজীবী মানুষের জন্য নিরাপদ বাসস্থান গড়ে তোলার বিকল্প নেই উল্লেখ করে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী বলেছেন, নগরীর প্রতিটি নাগরিকের জীবনমান উন্নয়নে ভাবতে হবে। এটাই আধুনিক রাষ্ট্রের ভাবনা। তাই নগর পরিচালনার দায়িত্বে যারা আসবেন তাদের প্রান্তিক আয়ের নগরবাসীর জন্যও সুস্থ পরিবেশের নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে হবে।

তিনি রবিবার সকালে নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ মুক্ত গার্মেন্ট শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

চসিক মেয়র প্রার্থী ও নগর আওয়ামী লীগ নেতা রেজাউল করিম চৌধুরী বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাওয়া বাংলাদেশে ধনী-গরীবের বৈষম্য কমে আসবে। শ্রমজীবী মানুষের কথা বিবেচনায় রেখে তিনি করোনা মহামারির প্রথম ধাপে সর্বপ্রথম গার্মেন্ট শ্রমিকদের কথা বিবেচনায় রেখে মালিকদের ৫ হাজার কোটি টাকা প্রণোদনা দিয়েছেন। আগামীতেও এই ধারা অব্যাহত রাখতে হলে সরকারের হাতকে শক্তিশালী করতে হবে। তাই আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান। এদিকে রবিবার বিকালো মেয়র প্রার্থী রেজাউল করিম নগরীর দুইটি ওয়ার্ডে স্থানীয় জনগণের সঙ্গে সাক্ষাত করে ভোট কেন্দ্রে গিয়ে ভোটদানের আহবান জানান।

উপরে