ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
আপডেট : ২০ ডিসেম্বর, ২০২০ ১৮:০৭

চাঁপাইনবাবগঞ্জে হাসপাতালে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে হাসপাতালে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে আবুল কালাম লিটন (৪৪) নামে এক সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু হয়েছে। মৃত আবুল কালাম লিটন হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার চিমড়াদিঘীপাড়া গ্রামের এনামুল হকের ছেলে। শনিবার দিবাগত রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

জেলা কারাগারের জেল সুপার মো. মুজিবুর রহমান মজুমদার জানান, আবুল কালাম লিটন একটি চেক ডিজঅনার মামলায় ৪ মাসের দণ্ডপ্রাপ্ত হয়ে চলতি সালের ২৮ অক্টোবর থেকে কারাগারে ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ ও এ্যাজমা রোগে ভুগছিলেন। তাকে কারাগারে চিকিৎসা দেয়া হচ্ছিল।শনিবার রাত পৌনে ১টার দিকে বুকের ব্যথা অনুভূত হলে তাকে জেলা হাসপাতালে দ্রুত ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টা ৩৫ মিনিটে তিনি মারা যান। আইনি প্রক্রিয়া শেষে রবিবার বিকেলে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

এ ব্যাপারে সদর মডেল থানায় অপমৃত্যু হিসেবে মামলা দায়ের করা হয়েছে বলে জানান অফিসার ইনচার্জ মো. মোজাফফর হোসেন। 

 

উপরে