বোয়ালমারীতে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল
আগামী ১৬ জানুয়ারি পৌরসভা নির্বাচনে রবিবার শেষ দিনে ফরিদপুরের বোয়ালমারীতে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা।
প্রার্থীরা তাদের কর্মী-সমর্থকদের সাথে নিয়ে উপজেলা নির্বাচন অফিসে গিয়ে রিটার্নিং অফিসার সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মাদ হাবিবুর রহমানের নিকট মনোনয়নপত্র জমা দেন।
পৌর নির্বাচনে মেয়র পদে পাঁচজন, সাধারণ কাউন্সিলর পদে ৩৫ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী সেলিম রেজা লিপন, বিএনপি প্রার্থী আব্দুস শুকুর শেখ, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. লিটন মৃধা, বিএনপির বিদ্রোহী প্রার্থী ইমরান হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী মো. নুর ইসলাম শিকদার।
মনোনয়নপত্র জমাদানের সময় আওয়ামী লীগ প্রার্থী সেলিম রেজার সাথে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন, সহসভাপতি আসাদুজ্জামান মিন্টু, সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান খসরু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ রাসেল রেজা প্রমুখ।
আগামী ১৬ জানুয়ারি বোয়ালমারী পৌর নির্বাচন। ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২২ হাজার ২৭৯ জন। প্রার্থী বাছাইয়ের শেষ দিন ২২ ডিসেম্বর এবং প্রত্যাহারের শেষ দিন ২৯ ডিসেম্বর। আর প্রার্থীরা ৩০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ পাবেন।