ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০২০ ১৬:৩৩

বগুড়ার ৩ পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী চূড়ান্ত

অনলাইন ডেস্ক
বগুড়ার ৩ পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী চূড়ান্ত

আগামী ১৬ই জানুয়ারি দ্বিতীয় ধাপে আসন্ন বগুড়ার তিনটি পৌরসভায় নির্বাচনে আওয়ামী লীগ তাদের প্রার্থী ঘোষণা করেছে। আর বিএনপি দু'টি পৌরসভার ঘোষণার পর থেকেই সংশ্লিষ্ট পৌরসভায় মেয়র প্রার্থীদের পক্ষে মিছিল বের করা হয়। প্রার্থী ও তাদের সমর্থকরা নিজ দলের নেতাকর্মীদের সাথে সাক্ষাত শেষ করেই নির্বাচনী মাঠে নেমে পড়েছেন। শীতের কুয়াশা ভেদ করে কেউ চাইছেন নৌকা মাকায় ভোট, আবার কেউ চাইছে ধানের শীষে ভোট। 

বগুড়া জেলা আওয়ামী লীগ কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার (১৮ ডিসেম্বর) আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে অনুষ্ঠিত সভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী চুড়ান্ত করা হয়। 

দ্বিতীয় ধাপে বা আগামী ১৬ই জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া বগুড়ার তিনটি পৌরসভার মেয়র প্রার্থীরা হলেন, বগুড়ার সারিয়াকান্দি সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মতিউর রহমান মতি, শেরপুর পৌরসভার বর্তমান মেয়র শেরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস সাত্তার, জেলার আদমদিঘি উপজেলার সান্তাহার সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির সদস্য আশরাফুল ইসলাম মন্টু। ঘোষণার পর থেকে আওয়ামী লীগের তিন মেয়র প্রার্থী আরো দিগুণভাবে কাজ শুরু করেছেন। প্রত্যেক প্রার্থীই জয়ের ব্যপারে আশাবাদি হয়ে মাঠে নেমেছেন।   এদিকে, বগুড়া জেলা বিএনপি কার্যালয় থেকে জানানো হয়েছে, জেলার শেরপুর পৌরসভায় বিএনপি থেকে মেয়র পদে নির্বাচন করবেন সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু। একই সাথে বগুড়ার সান্তাহারে বর্তমান মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টুকে আবারও মনোনয়ন প্রদান করা হয়েছে। জেলার সারিয়াকান্দি উপজেলায় বিএনপির প্রার্থী আগামী কয়েক দিনের মধ্যে চুড়ান্ত করা হবে। বগুড়া জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আল রাজি জুয়েল জানান, দলীয়ভাব জেলার সারিয়াকান্দি, সান্তাহার ও শেরপুর পৌরসভার মেয়র প্রার্থী চুড়ান্ত হয়েছে।  

বগুড়া জেলা বিএনপির আহবায়ক ও বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ জানান, পৌর নির্বাচনের জন্য সান্তাহার ও শেরপুরে প্রার্থী চুড়ান্ত করা হয়েছে। দলীয়ভাবে দিকনির্দেশনা প্রদান করা হচ্ছে। বিএনপির সকল প্রার্থীকে জয়ী করতে আমরা মাঠে নেমে প্রচার ও প্রচারণা চালিয়ে যাচ্ছি।

উপরে