ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০২০ ১৬:৩০

৮ ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

অনলাইন ডেস্ক
৮ ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

জয়পুরহাট সদরের পুরানপৈল রেলগেটে বাস-ট্রেন দুর্ঘটনার পর বন্ধ হয়ে যাওয়া উত্তরাঞ্চলের রেল যোগাযোগ ফের স্বাভাবিক হয়েছে। দুর্ঘটনার প্রায় ৮ ঘণ্টা পর শনিবার বিকাল পৌনে ৩টায় সারাদেশের সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল শুরু হয়। 

এর আগে শনিবার সকাল ৭টার দিকে সদরের পুরানাপৈল রেলগেটে মর্মান্তিক দুর্ঘটনায় ১২ জনের মৃত্যু হয় এবং আহত হন পাঁচজন।

জিআরপি সৈয়দপুরের এসআরপি সিদ্দিকী তানজিরুল রহমান বলেন, রেল যোগাযোগ বন্ধ থাকার পরে দুপুর ২টা ৪৫ মিনিটে রেল চলাচল স্বাভাবিক করা হয়েছে। এদিকে হতাহতদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক হাসপাতালে নেয়ার পর গুরুতর আহত ৫ জনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

জেলা প্রশাসক পক্ষে থেকে নিহতদের দাফন-কাফনের ব্যবস্থা ও আহতদের চিকিৎসার সহযোগিতা করা হচ্ছে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা সিরাজুল ইসলাম ও স্থানীয় সূত্রে জানা যায়, পার্বতীপুর থেকে ছেড়ে আসা উত্তরা ট্রেনটি রাজশাহীতে যাচ্ছিল। অপরদিকে জয়পুরহাট থেকে হিলি যাওয়ার পথে পুরানাপৈল রেলগেটে লাইনের উপর বাসটি ওঠামাত্রই ট্রেনটির মুখোমুখি ধাক্কায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। রেলক্রসিং গেট না নামানোর কারণে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উপরে