ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০২০ ২৩:০৫

চট্টগ্রামে মাস্ক না পরায় বিনোদন কেন্দ্রে ৫০ জনকে জরিমানা

অনলাইন ডেস্ক
চট্টগ্রামে মাস্ক না পরায় বিনোদন কেন্দ্রে ৫০ জনকে জরিমানা

চট্টগ্রামে সাপ্তাহিক ছুটির দিনে বিনোদন কেন্দ্রে অভিযান পরিচালনা করে মাস্ক না পরায় ৫০ জনকে ৮ হাজার ১৬০ টাকা জরিমানা করা হয়েছে।  শুক্রবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলা প্রশাসনের তিনজন  নির্বাহী ম্যাজিস্ট্রেট নগরীর বিনোদন কেন্দ্রগুলোতে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।

এর মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আলমগীর নগরের ফয়েস লেক ও চিড়িয়াখানায় অভিযান পরিচালনা করে চালিয়ে ১৫ জনকে ২ হাজার টাকা, নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক নগরীর সিআরবি, জাম্বুরী পার্ক ও শিশু পার্কে মাস্ক না পরায় ২০ জনকে ৩ হাজার টাকা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী নগরীর জিইসি মোড় এলাকায় মাস্ক না পরায় বাস ড্রাইভারসহ ১৫ জনকে ৩ হাজার ১৬০ টাকা জরিমানা করেন।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, সাপ্তাহিক ছুটির দিনে বিশেষ করে বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড় লেগে থাকে। স্বাস্থ্যবিধির  তোয়াক্কা না করে, সামাজিক দূরত্ব বজায় না রেখে ও মাস্ক না পরে ঘুরে বেড়ায় যা খুবই ঝুঁকিপূর্ণ। এর কারণে করোনা সংক্রমণের হার বাড়তে পারে। তাই অবহেলা করে মাস্ক না পরায় ৫০ ব্যক্তিকে জরিমানা করা হয়। তিনি বলেন, মোবাইল কোর্ট পরিচালনা করার ফলে মাস্কের ব্যবহার বৃদ্ধি পেয়েছে, এটি ইতিবাচক। বিনোদন কেন্দ্রগুলোতে মাস্ক পরা নিশ্চিতকরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মনিটরিং করে ‘নো মাস্ক নো এন্ট্রি’ শ্লোগানকে বাস্তবায়নের  নির্দেশনা দেয়া হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

উপরে