কুয়াকাটা পৌর নির্বাচনে ইভিএমে ভোট গ্রহণ বিষয়ক মতবিনিময়
পটুয়াখালীর কুয়াকাটা পৌর নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণে করণীয় ও প্রার্থীদের আচরণবিধি বিষয়ে সচেতনতামূলক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পটুয়াখালী জেলা নির্বাচন আফিসের উদ্যোগে শুক্রবার দুপুরে পর্যটন হলিডে হোমসের যুবপান্থ নিবাসের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. জিয়াউর রহমান খলিফা, মাহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান।
এ সময় আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার মেয়র প্রার্থী আ. বারেক মোল্লা, জগ মার্কার স্বতন্ত্র মেয়র প্রার্থী আনোয়ার হাওলাদার, বিএনপির মনোনীত ধানের শীষ মার্কার মেয়র প্রার্থী মো. আ. আজিজ মুসুল্লী ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মনোনীত হাত পাখা মার্কার মেয়র প্রার্থী হাজী মো. নুরুল ইসলামসহ সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর প্রার্থীগণ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ এবং অনুপ্রবেশকারীদের দৌরাত্ম বন্ধের দাবি জানান।