ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০২০ ২২:৫৮

নারায়ণগঞ্জে সেপটিক ট্যাংক বিস্ফোরণ, ভবন মালিকের বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক
নারায়ণগঞ্জে সেপটিক ট্যাংক বিস্ফোরণ, ভবন মালিকের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় সেপটিক ট্যাংক বিস্ফোরণে শিশুসহ দুজন নিহত হওয়ার ঘটনায় বাড়ির মালিক দুই সহোদরের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে নিহত শিশু জিসানের বাবা মামুন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলাটি দায়ের করেন। 

মামলায় অভিযোগ করা হয়, সহোদর সাইদ ও সোলেমান রাজউক কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই তিন তলা বাড়ি নির্মাণ করে বাড়ির নিচে সেপটিক ট্যাংক স্থাপন করেছে। সেই সেপটিক ট্যাংক সঠিক ব্যবস্থাপনায় না থাকায় বিস্ফোরণ ঘটে দুজন নিহত ও দুজন আহত হয়েছে।

মামলা গ্রহণের সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ফতুল্লার রামারবাগ এলাকায় সাইদ-সোলেমান সহোদরের তিনতলা বাড়ির নিচ তলায় সেপটিক ট্যাংক বিস্ফোরণ হয়। এতে একই এলাকার মামুনের ছেলে মাদ্রাসা ছাত্র জিসান (৯) ও বিস্ফোরিত বাড়ির ভাড়াটিয়া গার্মেন্ট শ্রমিক রাজ্জাক (৩২) নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে একই এলাকার পিয়ার আলীর ছেলে সাকিব (১০) ও খাইরুলের স্ত্রী সাইদা বেগম (৩৫)। দায়ের করা মামলায় বাড়ির মালিক সহোদর দুজনকে গ্রেফতারে চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

উপরে