ঢাকা, মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০২০ ২১:৪৭

বিজয় দিবস উপলক্ষে গাজীপুরে বিএনপির আলোচনা সভা

অনলাইন ডেস্ক
বিজয় দিবস উপলক্ষে গাজীপুরে বিএনপির আলোচনা সভা

মহান বিজয় দিবস উপলক্ষে গাজীপুর মহানগরীর সদর মেট্রো থানা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. সোহরাব উদ্দিন। 

বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের রাজবাড়ি রোডস্থ দলীয় কার্যালয় প্রাঙ্গনে সদর মেট্রো থানা বিএনপির সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টুটুলের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বাসন থানা বিএনপির সভাপতি বশির আহমেদ বাচ্চু, বিএনপি নেতা মোতালেব হোসেন, অ্যাড. নুরুল কবির শরীফ, অ্যাড. মনির হোসেন, সবদের হাসান, যুবদল নেতা মইজউদ্দিন তালুকদার, জিল্লুর রহমান মাসুম, নাজমুল খন্দকার সুমন প্রমুখ।

 

উপরে