বগুড়ায় বিজয় দিবসে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি পালন

বগুড়ায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু।
আজ বুধবার অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, জেলা আওয়ামী লীগ নেতা ডা. মকবুল হোসেন, টি জামান নিকেতা, আব্দুল মতিন, অ্যাডভোকেট মকবুল হোসেন মুকুল, অ্যাডভোকেট রেজাউল করিম মন্টু, প্রদীপ কুমার রায়, মঞ্জুরুল আলম মোহন, আসাদুর রহমান দুলু, সাগর কুমার রায়, জাকির হোসেন নবাব, শাহাদাৎ আলম ঝুনু।
জেলা আওয়ামী লীগের প্রচার প্রচার সম্পাদক সুলতান মাহমুদ খান রনির পরিচালনায় এসময় আরও উপস্থিত ছিলেন তবিবর রহমান তবি, শেরিন আনোয়ার জর্জিস, অ্যাডভোকেট শফিকুল ইসলাম আক্কাস, আল রাজী জুয়েল, নাসরিন আক্তার সীমা, মাশরাফি হিরো, আনোয়ার পারভেজ রুবন প্রমুখ। এদিন সকাল ৮টায় দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে ১ মিনিট নীরবতা পালন করা হয়।