ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০২০ ১৯:৫৪

আশুলিয়ায় ধর্ষক ও নারী পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
আশুলিয়ায় ধর্ষক ও নারী পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

আশুলিয়ার পল্লীবিদ্যুৎ ডেন্ডাবর এলাকায় অভিযান চালিয়ে শিশু ধর্ষনকারী ও নারী পাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। এসময় তাদের হেফাজত থেকে অপহৃত এক শিশুকে উদ্ধার করা হয়েছে। 

সোমবার বিকেলে বিষিয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৪ এর কোম্পানী কোমান্ডার মেজর এ এইচ এম আদনান তফাদার। এর আগে সকালে আশুলিয়ার উত্তর ডেন্ডাবর এলাকার সাদিয়া ভিলার একটি ফ্ল্যাট থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।    গ্রেপ্তারকৃতরা হলো- পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার দারুলহুদা গ্রামের শাকিল খানের ছেলে মোঃ হৃদয় খান (২১) ও শেরপুর জেলার নকলা থানার বালিয়াদি গ্রামের আবু সামার মেয়ে আনজিকা ওরফে তৃষা (২০)। 

র‌্যাব-৪ সূত্রে জানা গেছে, গত ২৯ নভেম্বর শেরপুর জেলার নকলা থানার বালিয়াদি গ্রামের দুলু মিয়ার মেয়ে (শিশু) কে ফুসলিয়ে চাকরি দেওয়ার প্রলোভনে কৌশলে অপহরন করে নিয়ে যায় তৃষা। এ ঘটনায় নারী ও শিশু আইনে শেরপুর থানায় মামলা করে দুলু মিয়া। পরে তথ্য প্রযুক্তির সহয়তায় র‌্যাব-৪ আসামিদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে সোমবার সকালে আশুলিয়ার উত্তর ডেন্ডাবর এলাকায় অভিযান চালিয়ে ভুক্তভোগী শিশুকে উদ্ধার করে। সেই সাথে ঘটনার সাথে জড়িত ধর্ষক হৃদয় ও তাকে সহায়তাকারী তৃষাকে গ্রেপ্তার করা হয়েছে।   র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার মেজর এ এইচ এম আদনান তফাদার বলেন, হৃদয় ভুক্তভোগী শিশুকে ধর্ষণ করে ও তৃষা ধর্ষণের সহায়তা করে। প্রাথমিক ভাবে আসামিরা ঘটনার সত্যতা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হয়েছে। 

 

উপরে