আড়াইহাজারে ৫০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পাঁচগাও এলাকার কর্মকার পাড়া মোড়ে ৫ শতাধিক অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যামাণ আদালত।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহাগ হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এ সময় দুপ্তারা ইউনিয়নের পাচঁগাও কর্মকার পাড়ায় ৫০০ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া অবৈধ সংযোগে ব্যবহৃত পাইপ ও গ্যাস লাইনের রাইজার ও রেগুলেটর জব্দ করা হয়।
ইউএনও সোহাগ হোসেন বাংলানিউজকে জানান, উপজেলায় নিয়মিত অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণে অভিযান চলবে। তিতাস গ্যাসের সহায়তার পুরো আড়াইইহাজার উপজেলায় অবৈধ সংযোগগুলোকে ১৪ টি স্পটে বিভক্ত করা হয়েছে। আগামী দিনগুলোতে এ ১৪ টি স্পটে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
অভিযান পরিচালনাকালে সোনারগাঁও জোনাল অফিসের উপ-ব্যবস্থাপক মো. মেজবাউর রহমান উপস্থিত ছিলেন।