ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
আপডেট : ৭ সেপ্টেম্বর, ২০২০ ১৬:২১

পাটুরিয়া-আরিচা ঘাটসহ আঞ্চলিক মহাসড়কে ১৬০টি সিসি ক্যামেরা

অনলাইন ডেস্ক
পাটুরিয়া-আরিচা ঘাটসহ আঞ্চলিক মহাসড়কে ১৬০টি সিসি ক্যামেরা

অপরাধ নিয়ন্ত্রণের জন্য সিসিটিভি স্থাপন করেছে মানিকগঞ্জ জেলা পুলিশ। আজ সোমবার সকালে পুলিশ সুপার কার্যালয়ের কন্টোলরুম থেকে এই সিসিটিভির উদ্বোধন করেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার) পিপিএম(বার)। 

এ সময় মানিকগঞ্জ পুলিশ সুপার রিফাত রহমান শামীমসহ অন্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

মানিকগঞ্জ জেলার বারবারিয়া থেকে পাটুরিয়া ও আরিচা ঘাটসহ আঞ্চলিক মহাসড়কে মোট ১৬০টি ক্যামেরা স্থাপন করা হয়েছে, যা কন্টোল রুম থেকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে। সিসি ক্যামেরা উদ্বোধন শেষে সদর উপজেলার ভারারিয়া এলাকায় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র স্থাপনের জায়গা পরিদর্শন করেন তারা। জায়গা পরিদর্শন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন মাদকাসক্তি নিরাময় কেন্দ্র স্থাপনের জন্য জমির দাতা জলিল শিকদার। এতে সভাপতিত্ব করেন মানিকগঞ্জ পুলিশ সুপার রিফাত রহমান শামীম। 

উপরে