ময়মনসিংহে করোনায় সুস্থ্যতার হার ৮৯.৭২ শতাংশ

ময়মনসিংহে করোনা থেকে সুস্থ্যতার হার ৮৯.৭২ শতাংশ। জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছেন ৩৩৮৭ জন। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ৩০৩৯ জন। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩২ জনের।
জেলা প্রশাসন সুত্র জানায়, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পর্যন্ত ময়মনসিংহে নমুনা সংগ্রহ করা হয়েছে ৩০২৮৯ জনের। এর মধ্যে নমুনা পরীক্ষা করা হয়েছে ৩০২২৮ জনের। জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছেন ৩৩৮৭ জন। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ৩০৩৯ জন। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩২ জনের। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ জেলা প্রশাসক মিজানুর রহমান।

এদিকে জেলা প্রশাসন সুত্রে জানা যায়, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ১৬১ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ১৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সদর উপজেলায় করোনা আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। সুস্থ্য হয়েছেন ৫ জন। হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন ২১১ জন, হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৯২ জন, ময়মনসিংহ থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে ১৩ জনকে।