ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
আপডেট : ২৯ আগস্ট, ২০২০ ১৯:৪৮

চট্টগ্রামেও তাজিয়া মিছিল নিষিদ্ধ

অনলাইন ডেস্ক
চট্টগ্রামেও তাজিয়া মিছিল নিষিদ্ধ

করোনা ভাইরাসের কারণে পবিত্র আশুরায় তাজিয়া মিছিল নিষিদ্ধ করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ। শনিবার চট্টগ্রাম মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তবে অভ্যন্তরীণভাবে ধর্মীয় অনুষ্ঠান পালনে কোনো বাধা নেই বলে জানিয়েছে পুলিশ। এতে নিরাপত্তা নিশ্চিত করবে তারা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশের অর্পিত ক্ষমতা বলে ১০ মহররম পবিত্র আশুরা উদযাপন উপলক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় সকল ধরণের তাজিয়া, শোক ও পাইক মিছিল নিষিদ্ধ করা হয়েছে। দেশব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবকালীন পরিস্থিতিতে চট্টগ্রাম মহানগর এলাকার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

তবে ধর্মপ্রাণ নগরবাসী স্বাস্থ্যবিধি মেনে অভ্যন্তরীণভাবে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারবে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপত্তা প্রদান করবে। তবে অনুষ্ঠানস্থলে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি বহন, আতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এ আদেশ পবিত্র আশুরা উপলক্ষে অনুষ্ঠান শুরু হতে শেষ পর্যন্ত বলবৎ থাকবে।

এর আগে ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম ঢাকা মেট্রোপলিটন এলাকায় তাজিয়া মিছিল নিষিদ্ধের কথা জানান।

উপরে