ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
আপডেট : ২৯ আগস্ট, ২০২০ ১৯:৪৩

নওগাঁয় আগুনে পুড়লো বিস্কুট কারখানা

অনলাইন ডেস্ক
নওগাঁয় আগুনে পুড়লো বিস্কুট কারখানা

নওগাঁয় একটি বিস্কুট কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। শনিবার ভোর ৫টায় শহরের বরুনকান্দি এলাকার ইফাত বিস্কুট এন্ড ব্রেড কারখানায় এই আগুনের ঘটনা ঘটে। আগুনে ওই কারখানায় থাকা সকল মালামাল পুড়ে গেছে।   কারখানা মালিক আব্দুল মজিদ জানান, প্রতিদিনের মতো রাতে কারখানা বন্ধ করে বাড়িতে চলে যাই। ভোর ৫টায় কর্মচারীর মুখে জানতে পারি আগুন লেগেছে। পরে কারখানায় এসে আগুন জ্বলতে দেখি। স্থানীয়রা আগুন নেভাতে না পেরে পরে ৯৯৯ নম্বরে ফোন দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষণে কারখানায় থাকা সকল মালামাল পুড়ে যায়।

নওগাঁ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক একেএম মোরশেদ জানান, ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণ করে। আগুনে কারখানার ভেতরে থাকা মালামাল পুড়ে যায়। পামওয়েল তেল ও ডালডার ড্রাম থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদুতিক শক সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত, ক্ষতির পরিমাণ আনুমানিক ১৫ থেকে ২০ লাখ টাকা।

 

উপরে