ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
আপডেট : ২৫ আগস্ট, ২০২০ ২১:৫২

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৯

অনলাইন ডেস্ক
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৯

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় সাংবাদিকসহ আহত-৭ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ব্লক রেখে সংস্কার কাজের সময় একটি প্রাইভেটকার ধাক্কা লেগে দুমড়ে মুচরে গিয়েছে। এতে সাংবাদিকসহ সাতজন আহত হয়েছে। মঙ্গলবার(২৫ আগষ্ট) দুপুর ২টার দিকে বেজগাও বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।

আহতরা হলেন, দৈনিক পত্রিকার সিনিয়র সম্পাদনা সহকারি মাজেদ হোসেন ও তার মা, বোন, বোন জামাই, তিন ভাগিনা।   আহত সাংবাদিক মাজেদ হোসেন জানান, ধাক্কা লেগে গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। সবাইকে আহত অবস্থায় শ্রীনগরের ষোলঘর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য আমি ও আমার মাকে ঢাকা মেডিকেল নিয়ে যাওয়া হচ্ছে।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল বাছেদ জানান, সবাই শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করে ঢাকায় চলে গেছে। বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

এদিকে, সকাল ৮টায় এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার কেওয়টখালী নামক স্থানে সড়ক দূর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী মো: আবুল হোসেন(৫৫) নিহত হয়েছেন ও শাহ আলম(৬৫) ও সোহরাব হোসেন(৭০) নামে ২ জন মটরসাইকের আরহী আহত হয়েছেন। তাদেরকে শ্রীনগর স্বাস্থ্যকম্পেলেক্স পাঠানো হয়েছে।

উপরে