সৌদির সাথে মিল রেখে বরগুনায় শতাধিক পরিবারের ঈদ উদযাপন
বরগুনার বেতাগী, পাথরঘাটা ও আমতলী উপজেলায় শতাধিক পরিবার আজ সৌদি আরবের সাথে মিল রেখে প্রতিবছরে মতো এবারও পালন করছে ঈদুল আজহা। বেতাগী উপজেলার কাজীরাবাদ ইউনিয়নের বকুলতলী গ্রামে সকাল সাড়ে ৮টায় প্রয়াত মালেক চেয়ারম্যানের বাড়ির মসজিদে অনুষ্ঠিত হয় ঈদুল আজহার নামাজের জামাত।
ঈদ উদযাপনকারীরা সকলে শরীয়তপুরের সুরেশ্বর দরবার শরীফের অনুসারী বলে নিজেদের দাবি করেন। দরবার শরীফের সাথে ভিডিও সংযোগে দোয়া-মোনাজাতে অংশ নিচ্ছেন বলে জানান তারা।
পাথরঘাটার পৌরসভা এবং উপজেলার হাতেমপুর, কাঠালতলী, কাকচিড়া গ্রামে সুরেশ্বর দরবার শরীফের অনুসারী প্রায় ৩০টি পরিবার ঈদুল আযহা উদযাপন করছে। বরগুনার আমতলী উপজেলায় গুলিশাখালী ইউনিয়নের গোজখালী দরবার শরীফে আজ সকাল ৯টায় অনুষ্ঠিত হয়েছে ঈদুল আজহার জামাত। উপজেলার গোজখালী, কুকুয়া, চাওড়া ইউনিয়নের কয়েকটি গ্রামে সুরেশ্বরী দরবার শরীফের অনুসারী ও কাদেয়ানী সম্প্রদায়ের লোকজন ঈদুল আজহা উদযাপন করছে।