ঢাকা, বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
আপডেট : ২৬ জুলাই, ২০২০ ১২:২১

টাঙ্গাইলের বন্যা কবলিত এলাকায় মানুষের দুর্ভোগ বাড়ছে

অনলাইন ডেস্ক
টাঙ্গাইলের বন্যা কবলিত এলাকায় মানুষের দুর্ভোগ বাড়ছে

টাঙ্গাইলের সবগুলো নদীর পানিই বাড়ছে। বিশেষ করে জেলার বড় তিনটি নদী যমুনা, ধলেশ্বরী ও ঝিনাই নদীর পানি বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে জেলায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।

জেলার ৬৯টি ইউনিয়নের ৫৫৮টি গ্রাম ইতিমধ্যে বন্যা কবলিত হয়ে পড়েছে। এসব এলাকায় পানিবন্দী হয়ে পড়েছে প্রায় সাড়ে চার লাখ মানুষ।

প্রায় প্রতিটি ইউনিয়ন থেকে উপজেলা সদরের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। দুর্গত এলাকার মানুষ আশ্রয় নিয়েছে স্কুল, কলেজ, রাস্তাঘাটসহ উঁচু স্থানগুলোতে। প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ তৎপরতা চালানো হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। জেলার বাসাইল, মির্জাপুর ও কালিহাতী উপজেলার মানুষ দীর্ঘমেয়াদি বন্যার ফাঁদে পড়েছে। এসব এলাকায় পানি প্রবেশ করলে তা সহজে বের হয় না।

 

উপরে