জামালপুরে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, ভেঙে গেছে ব্রিজ
অনলাইন ডেস্ক
জামালপুরে যমুনার পানি স্থিতিশীল থাকায় সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। গত ২৪ ঘণ্টায় পানি না বাড়লেও শনিবার বিকেলে বাহাদুরাবাদ পয়েন্টে যমুনার পানি বিপদ সীমার ১১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে।
বন্যার পানির তোড়ে শনিবার দুপুরে জেলার ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সভারচরে একটি ব্রিজ ভেঙে যাওয়ায় উপজেলা সদরের সঙ্গে গোয়ালেরচরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছে গোয়ালেরচর ইউনিয়নের ১৫ টি গ্রামের ৩০ হাজার মানুষ।
দুর্গত এলাকায় চলছে ত্রাণের জন্য হাহাকার। ত্রাণের নৌকা দেখলেই ভিড় করছেন মানুষ। প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত ৫১০ মেট্রিকক টন চাল, নগদ ২৪ লাখ টাকা, ৭ হাজার প্যাকেট শুকনো খাবার, ৬ লাখ টাকার গোখাদ্য ও ২ লাখ টাকার শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
তবে তা প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল বলে অভিযোগ করছেন দুর্গতরা।