নদীগর্ভে বিলীন চাঁদপুরের ওমর আলী উচ্চ বিদ্যালয় ও আশ্রয়কেন্দ্র
বন্যা আর নদী ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে অনেক কিছু। বসত ভিটা, গবাদি পশু আর ফসলের পাশাপাশি এবার নদীগর্ভে বিলীন হয়ে গেলো মাদারীপুরের একটি স্কুল। পদ্মা নদী ও আড়িয়াল খাঁ নদে পানি বাড়তে থাকায় মাদারীপুরের শিবচরের বিভিন্ন এলাকায় নদী ভাঙন ব্যাপক আকার ধারন করেছে। বৃহস্পতিবার সকালে পদ্মার ভয়াবহ ভাঙনে বন্দরখোলা ইউনিয়নের নুরুদ্দিন মাদবরকান্দি এস ই এস ডি পি মডেল উচ্চ বিদ্যালয় ভবনটি বিলীন হয়ে যায়।
২০০৯ সালে স্থাপিত হয় নূরুদ্দিন মাদবরের কান্দি এস.ই.এস.ডি.পি মডেল উচ্চ বিদ্যালয়টি। প্রায় ২৪টি গ্রাম ও ফরিদপুর জেলার সদরপুর উপজেলার চর নাসিরপুরসহ বেশ কয়েকটি গ্রামের ছেলে-মেয়েরা এই বিদ্যালয়ে লেখাপড়া করতো। বিদ্যালয়টি ছিল চরাঞ্চলের একমাত্র দৃষ্টিনন্দন তিনতলা ভবনসহ আধুনিক সুবিধা সমৃদ্ধ চরাঞ্চলের বাতিঘর খ্যাত বিদ্যালয়টি।
পানি বৃদ্ধি ও তীব্র স্রোত অব্যাহত থাকায় নদী ভাঙ্গন ব্যাপক আকার ধারন করেছে জেলার শিবচরের ৭ ইউনিয়নে। ভাঙ্গন দেখা দিয়েছে মাদারীপুর সদর ও কালকিনির বিভিন্ন এলাকায়। পদ্মা নদীর ভাঙ্গন আশ্রয়কেন্দ্রের কাছকাছি চলে আসায় সরিয়ে নেয়া শুরু হয়েছে শিবচরের বন্দরখোলা ইউনিয়ন পরিষদ ও সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্র থেকে শতাধিক পরিবার গবাদি পশু, মালামাল। এপর্যন্ত শিবচরের ৭ ইউনিয়নের ৪ শতাধিক ঘরবাড়ি নদীতে বিলীন হয়েছে। বর্তমানে প্রায় ৮ হাজার পরিবার পানিবন্দী রয়েছে। ২১ টি আশ্রয় কেন্দ্রে প্রায় ৩ হাজার মানুষ আশ্রয় নিয়েছে।