ফুলবাড়ীতে তেল গ্যাস জাতীয় কমিটির মানববন্ধনসহ প্রতিবাদ সভা
সার্বজনীন স্বাস্থ্যসেবা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতসহ ফুলবাড়ী সমঝোতা ছয় দফা পূর্ণবাস্তবায়নের দাবিতে দিনাজপুরের ফুলবাড়ী শাখা তেল গ্যাস জাতীয় কমিটির উদ্যোগে ঘন্টাব্যাপী মানববন্ধনসহ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ফুলবাড়ী শাখা তেল গ্যাস, খনিজ সম্পাদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির উদ্যোগে গতকাল শনিবার সকাল ১১টায় স্থানীয় নিমতলা মোড়ে আয়োজিত মানববন্ধনসহ প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল। এতে বক্তব্য রাখেন তেল গ্যাস জাতীয় কমিটির অন্যতম সদস্য হামিদুল হক ফুলবাড়ী উপজেলা শাখা বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি জয়প্রকাশ গুপ্ত, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সিকদার, জাতীয় গণফ্রন্টের সদস্য কমল চক্রবর্তী, বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগের সম্পাদক সঞ্জিত প্রসাদ জিতু, গণসংহতি আন্দোলনের নাজার আহম্মেদ, নয়া গণতান্ত্রিক গণমোর্চার আমিনুল হক প্রমুখ। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, রামপাল-রূপপুরসহ প্রাণ প্রকৃতি বিনাশী সকল প্রকল্প বাতিল, সার্বজনীন স্বাস্থ্যসেবা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতসহ ফুলবাড়ী সমঝোতা ৬ দফা চুক্তির পূর্ণ বাস্তবায়ন এবং জাতীয় সম্পদ রক্ষা আন্দোলনের ফুলবাড়ীর নেতৃবৃন্দের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান। #
প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :