দেশের বন্যা পরিস্থিতির অবনতি, দুই লক্ষাধিক মানুষ পারিবন্দি
দেশের বেশিরভাগ অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। নদ-নদীর পানি বাড়তে থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দ্বিতীয় দফায় বন্যার কবলে পড়ে নদী তীরবর্তী এলাকার মানুষ চরম দুর্ভোগে পড়েছে। পানি বাড়তে থাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলো হুমকির মুখে পড়েছে।
যমুনা নদীর পানি বাড়ায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। পানিবন্দি জেলার ৫ উপজেলার দুই লক্ষাধিক মানুষ। সিরাজগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জানান, জেলার ৫টি উপজেলার ৩৫টি ইউনিয়নের ২২৪টি গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে ১৪ হাজার হেক্টর জমির ফসল। মাদারীপুরের শিবচরে পদ্মা নদীতে পানি বাড়ায় শিবচর উপজেলার চারটি ইউনিয়নের চরাঞ্চলে দেখা দিয়েছে বন্যা। পানিবন্দি চরাঞ্চলের প্রায় ৩৫ হাজার মানুষ। জেলার শিবচরের চরাঞ্চলের চারটি ইউনিয়নে তলিয়ে গেছে বসতবাড়ি, রাস্তাঘাটসহ ফসলি জমি। বগুড়ার সারিয়াকান্দি পয়েন্টে যমুনা নদীর পানি বেড়েছে। এতে সারিয়াকান্দি, ধুনট ও সোনাতলা উপজেলার বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে।