ব্রহ্মপুত্রের ভাঙনে বিলীনের পথে চরআলগী গ্রাম
বাপরে কবর নদীতে গছে।ে ফসলি জম,ি ঘরবাড়,ি মসজদিও পানতিে তলয়িে যাচ্ছ।ে এভাবে যতেে থাকলে অল্প কয়কে দনিইে পুরো গ্রামটাই নদীতে বলিীন হয়ে যাব।ে’ এভাবইে নদিারুন কষ্টরে কথা বলছলিনে ব্রহ্মপুত্র নদরে ভাঙনে ক্ষতগ্রিস্থ কশিোরগঞ্জরে পাকুন্দয়িা উপজলোর চরফরাদী ইউনয়িনরে চরআলগী গ্রামরে সুজন ময়িা।
গত ১৫-১৬দনি ধরে উজান থকেে নমেে আসা পানতিে ব্রহ্মপুত্র যনে ফুলে ফঁেপে উঠছ।ে প্রতনিয়িত ভাঙছে নদীর দুই পাড়। ভাঙনে নদটরি পশ্চমি পাশরে চরআলগী গ্রামটরি অধকিাংশ ইতোমধ্যে নদীর্গভে বলিীন হয়ে গছে।ে ভাঙন অব্যাহত থাকলে অচরিইে পুরো গ্রামটইি তলয়িে যাবে বলে আশঙ্কা স্থানীয়দরে।
সরজমনিে চরআলগী গ্রামে গয়িে দখো গছে,ে ব্রহ্মপুত্ররে ভাঙনে ফসলি জম,ি গোরস্থান, ফল বাগানসহ বসতভটিা নদীর্গভে তলয়িে গছে।ে পাড় ভাঙতে ভাঙতে বসত বাড়রি উঠোনে গয়িে ঠকেছে।ে এতে দুশ্চন্তিায় আছনে লোকজন। এভাবে আর কয়কেদনি গলেে ঘরবাড়ওি নদর্গভে বলিীন হয়ে যাব।ে প্রতনিয়িত নদরে পাড় ভাঙছে আর দুশ্চন্তিা বাড়ছে তাদরে।
গ্রামরে জুয়লে ময়িা বলনে, যার পরবিাররে গোরস্থান, ফসলি জমি আর বসতভটিা নদীর্গভে তলয়িে গছেে সইে কবেল জানে এর কষ্টরে কথা। প্রতবিছরই এ সময়ে ভাঙন দখো দয়ে। কন্তিু কোনো জনপ্রতনিধি,ি রাজনতৈকি নতো কংিবা প্রশাসনরে লোকজন অবহলেতি এ গ্রামটতিে আসনো। সবদকি থকেইে অবহলেতি এ গ্রামরে কয়কে’শ পরবিার।
ফরিোজ আশরাফ শান্ত, মজলু ময়িা ও চাম্পা বগেমসহ গ্রামরে বশে কয়কেজন বাসন্দিা জানান, ব্রহ্মপুত্ররে অব্যাহত ভাঙনে ফসলি জমি বলিীন হয়ে গছে।ে ফসলি জমরি আয়ইে তাদরে পরবিার চল।ে কন্তিু এখন তারা নদিারুন কষ্টে রয়ছেনে। যভোবে ভাঙন চলছে তাতে ঘরবাড়ি নয়িে খুবই দুশ্চন্তিায় আছনে তারা।
চরআলগী গ্রামরে সাবকে ইউপি সদস্য আবদুর রাজ্জাক মম্বোর বলনে, এ গ্রামে চার শতাধকি পরবিাররে বসবাস। ভাঙনরোধে অচরিইে দ্রুত পদক্ষপে নতিে তনিি স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনরে হস্তক্ষপে কামনা করছেনে।
কশিোরগঞ্জ-২(কটয়িাদী-পাকুন্দয়িা) আসনরে জাতীয় সংসদ সদস্য সাবকে আইজপিি নূর মোহাম্মদ বলনে, ব্রহ্মপুত্র নদরে ভাঙনে ক্ষতগ্রিস্ত দক্ষণি চরটকেী ও চরআলগী গ্রাম দুটরি ভাঙন রোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পানি উন্নয়ন র্বোডকে ডওি লটোর দয়ো হয়ছে।ে
এ ব্যাপারে জানতে চাইলে পানি উন্নয়ন র্বোডরে কশিোরগঞ্জ জলো নর্বিাহী প্রকৌশলী মোহাম্মদ আলী স্থানীয় সংসদ সদস্যরে ডওি লটোর পাওয়ার বষিয়টি নশ্চিতি করে জানান, দক্ষণি চরটকেী গ্রামরে ভাঙনরোধে শগিগরিই আপদকালীন ব্যবস্থা নয়ো হব।ে
পাশাপাশি চরআলগী গ্রামরে ভাঙন কবলতি এলাকা তনিি পরর্দিশন করে এসছেনে। প্রয়োজনীয়তা অনুযায়ী ব্যবস্থা নতিে র্ঊদ্ধতন র্কতৃপক্ষকে অবগত করা হয়ছেে বলওে জানান তনি।ি