ঢাকা, বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
আপডেট : ৯ জুলাই, ২০২০ ১২:৪০

পাখি শিকার করে ফেইসবুকে বিক্রি, যুবক আটক

অনলাইন ডেস্ক
পাখি শিকার করে ফেইসবুকে বিক্রি, যুবক আটক

অবধৈভাবে পাখি শকিার করে সামাজকি যোগাযোগ মাধ্যম ফইেসবুকে বজ্ঞিাপন দয়িে তা বক্রিি করে আসছলিনে নুর ইসলাম (১৯)। বজ্ঞিাপনটি চোখে পড়ে দনিাজপুররে বরিামপুররে উপজলো নর্বিাহী র্কমর্কতা (ইউএনও) পরমিল কুমার সরকাররে।

শকিারকিে ধরতে পাখি কনোর ফাঁদ পাতনে ইউএন্ও। পাখি বক্রিি করতে আসনে নুর ইসলাম। পরে তাকে আটক করে জব্দ করা হয় একটি টয়িা পাখ।ি করা হয় র্অথদণ্ড। সইে পাখটিকিে মুক্ত আকাশে উড়য়িে দনে ইউএনও পরমিল কুমার সরকার।

ইউএনও পরমিল কুমার সরকার জানান, বন্য পাখি শকিার অবধৈ। সইে অবধৈ কাজটি রীতমতো সামাজকি যোগাযোগ মাধ্যমে বজ্ঞিাপন দয়িে করা হচ্ছলিো। বষিয়টি নজরে আসায় তনিি এ বষিয়ে আইনগত পদক্ষপেরে সদ্ধিান্ত ননে।

পাখি কনোর ফাঁদ পাততে চরকাই রঞ্জে র্কমর্কতা নশিকিান্ত মালাকারকে দায়ত্বি দনে। শনবিার দুপুরে নুর ইসলাম ঢাকা মোড়ে পাখি বক্রিি করতে আসলে তাকে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালতরে মাধ্যমে দুই হাজার টাকা জরমিানা আদায় করা হয়। পরে পাখটিকিে মুক্ত আকাশে উড়ে দওেয়া হয়।

অবধৈভাবে পাখি শকিারি ও বক্রিয়কারদিরে বরিুদ্ধে এ ধরনরে অভযিান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও পরমিল কুমার সরকার।

উপরে