ঢাকা, মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
আপডেট : ২৭ জুন, ২০২০ ১৯:৫৮

১৩৪ টাকার খাজনা নিতে ১৩ হাজার টাকা ঘুষ

অনলাইন ডেস্ক
১৩৪ টাকার খাজনা নিতে ১৩ হাজার টাকা ঘুষ

বগুড়ার গাবতলী উপজেলার নারুড়ামালা ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা আব্দুল হান্নানকে ঘুষের টাকাসহ গ্রেফতার করেছে দুদক।

রোববার দুপুরে ইউনিয়ন কার্যালয় থেকে নগদ ১৩ হাজার টাকাসহ তাকে গ্রেফতার করে দুদক কর্মকর্তারা। 

জানা যায়, গাবতলী উপজেলার জয়ভোগা গ্রামের মতিয়ার রহমান মানিক কয়েকদিন আগে ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে জমির খাজনা দিতে চায়। এ সময় নারুয়ামালা ইউনিয়ন ভূমি অফিসের জুনিয়র ভূমি কর্মকর্তা আব্দুল হান্নান তাকে জানায় ১৩ হাজার ১৩৪ টাকা দিতে হবে। এর মধ্যে সে ১৩৪ টাকার রশিদ পাবে, বাকি টাকা ঘুষ হিসেবে নেবে। এরপর রোববার আবারও ভূমি অফিসে গেলে একই কথা জানালে মানিক টাকা দিয়ে খাজনা জমা করতে থাকে। 

ঘটনাটি জানতে পেরে ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে হাতেনাতে আটক করে দুদক কর্মকর্তারা। এ সময় তার কাছ থেকে ঘুষের ১৩ হাজার টাকা উদ্ধার করা হয়। 

দুর্নীতি দমন কমিশন (দুদক) বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে নারুয়ামালা ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা আব্দুল হান্নানকে ঘুষের টাকাসহ গ্রেফতার করা হয়। 

উপরে